পথশিশুদের পিতার স্নেহ দিলেন বিশ্বনাথ থানার ওসি
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
পথ শিশুদের নিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ মো: শামীম মুসার উদ্যোগে থানা পুলিশের আয়োজন।গত কয়েকদিন যাবৎ লোক চলাচল বন্ধ। খাবারের বেশ অভাব। তাই বিশ্বনাথ সদরের অনেক পথশিশুদের নিয়ে বিশ্বনাথ থানা পুলিশের মহৎ এক আয়োজন। প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তারপর চুলকাটা,পরে সাবান দিয়ে নিজ হাতে গোসল করানো ও কাপড় ধোয়া, রোদে বসে ভিজা কাপড় শুকানো, নতুন কাপড় বিতরণ ও পরিধান করা হয়।শেষে টেবিলে বসিয়ে দুপুরের খাবার খাওয়ানো হয়।এরপর থানার সামনে সবাইকে নিয়ে একত্রে ছবি তোলা হয়।এবং অত্যন্ত প্রশস্ততার সাথে থানার ওসি শামীম মুসা বলেন, যদি এভাবে পথশিশুদের খুজে নিতে পারতাম।
বিশ্বনাথ থানা পুলিশের মহৎ এই কাজ দেখে এলাকার আপামর জনতা মুগ্ধ।এরকম একটি কাজ প্রমাণ করে পুলিশ জনগণের পরম বন্ধু।শুধু বিশ্বনাথ এলাকার মানুষ নয়;অন্যান্য এলাকার লোকেরাও বিশ্বনাথের পুলিশকে স্যালুট জানাতে বাধ্য।সবাই শুকরিয়া স্বরুপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনাথ থানা পুলিশের কৃতজ্ঞতা প্রকাশ করেন।