পটিয়ার মেহেরআটিতে ১৩৮ হতদরিদ্র মাঝে গাউছিয়া হক কমিটির খাদ্য সামগ্রী বিতরণ
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে :: মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সম্বয়কারী জাফরুল ইসলাম,মোঃ নাছির উদ্দীন মফিজ উদ্দিন, সাইফুল ইসলাম সোহেল সহ নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ২৯ মার্চ
রবিবার দুপুরে পটিয়ার মেহেরআটি গ্রামে বিশ্ব মহামারির এই ক্রান্তিলগ্নে অসহায় হত দরিদ্রের পাশে সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন,
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি,পটিয়া পুর্ব মেহেরআটি শাখা,১৩৮টি অসহায় হত দরিদ্র পরিবারের প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন মেহেরআটি শাখার নেতৃবৃন্দ ও পটিয়ার সাংগঠনিক সমন্বয়কারী ও অত্র কমিটির সভাপতি /সম্পাদকএবং কর্মকর্তা বৃন্ধ,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্ধ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ এবং
বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। করোনাভাইরাস মোকাবেলা করতে গরীব অসহায় দুঃখী দিনমজুর মানুষের মুখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।কেন্দ্রীয় পর্ষদ নেতৃবৃন্দ নির্দেশনা মোতাবেক গরীব লোকের পাশে দাডানোর জন্য মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি নিরলসভাবে কাজ করবে এর পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।