ঘুমধুমে নোবেল করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ
1 min readএন এম সিকদার :: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নোবেল করোনায় লকডাউন হয়ে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
সোমবার ৩০মার্চ সকাল ১০ঘটিকা থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিম্ন-আয়ের ক্ষতিগ্রস্ত ১৭০পরিবারের মাঝে চাল,ডাল,তেল বিতরন করেন ঘুমঘুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এসময় উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য ও সদস্যা বৃন্দ।
এ প্রসঙ্গে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন” মহামারি করোনা আতংকে বিশ্ব সহ আমাদের দেশেও এর প্রাদুর্ভাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। এমন দুর্দিনে অসহায়দের পাশে সমাজে খাদ্য হাহাকার দেখার আগেই সমাজের বিত্তবান ও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। এ লড়াই মানবতার লড়াই। এ লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ নভেল করোনায় লকডাউন হওয়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দ করেছেন সরকার ।আমরা এ ত্রাণ সকল অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে পর্যায় ক্রমে বিতরন করব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি আমার ঘুমধুমের হতদরিদ্র মানুষের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন এবং আমাকে দিকনির্দেশনা প্রদান করছেন “।
চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ আরো বলেন, “নোবেল করোনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা লকডাউন ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সীমান্ত ইউনিয়ন ঘুমধুমের নিম্নআয়ের মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দিতে দিক নির্দেশনা দিয়েছেন। আমার ঘুমধুম ইউনিয়নে কোন মানুষ অনাহারে থাকবেনা, ইনশাআল্লাহ! আমি ঘুমধুম ইউনিয়নের বিত্তশালীদের আবারও আহবান করব আপনারা মানবিক বিবেচনায় করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিন”।
এসময় আরো উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট তারিক আজিজ জামী, বারেক আজিজ, জামাল হোসেন, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা বিএম ইমরান, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা মহিউদ্দিন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ঘুমধুম ইউপি সচিব এরশাদুল হক।