গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মাঝে ইমাম সমিতির ফল বিতরণ
1 min readআবু তালহা তোফায়েল :: ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের মাঝে স্বাস্থ্য সম্মত ফল ফ্রুটস বিতরণ করেন।
৩০ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ফল ফ্রুটস বিতরণে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেহান উদ্দিন, সেনেটরি ইনিসপেক্টর: নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রমজান আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান আব্দুল মালিক, নার্স রুহেনা গুলশান, সেলিনা আক্তার, নাহিদ সুলতানা।
বিতরণকালে ভাইস চেয়ারম্যান কয়েছ প্রতিবেদককে জানান যে, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অবগত করে রোগীদের উন্নত স্বাস্থ্য ও শারীরিক উন্নতি বিবেচনা করে পরীক্ষা করে প্রয়োজনীয় ফলমূল আমরা রোগীদের মাঝে বিতরণ করছি।
বিশ্বব্যাপী মহামারী এই করোনাভাইরাসে মানুষ প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারছেনা, রোগীদের কীভাবে তাদের প্রয়োজনীয় ফলমূল কিনে দিবে? সেদিকে বিবেচনা করে বিগত কয়েকদিন গোয়াইনঘাটে সমাজের সুবিধা বঞ্চিত মানুষজনের মধ্যে বিপুল পরিমান মাস্ক, জীবানুনাশক সাবান, চাউল এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পর আজ রোগীদের মাঝে স্বাস্থ্য সম্মত ফলমূল বিতরণ করি।
তিনি আরো বলেন, আমরা যদি সমাজের বিত্তবানরা এবং সামাজিক সংগঠনগুলো এভাবে সমাজের বঞ্চিত অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে মানুষের কষ্ট নিবারন হতো। আর অসহায়রা যখন একটু সহায়তা পায়, তখন তারা সাহায্যকারীদের জন্য হৃদয়ের মণিকোঠা থেকে দোয়া দেয়। এতে পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে উঠে।
তাই তিনি গোয়াইনঘাটবাসীকে আহ্বান করেন যে, আমরা সবাই নিজ নিজ স্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াই। এতে একটা আদর্শবান ও দরিদ্রমুক্ত উপজেলা গড়ে উঠবে।