গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে মাস্ক, সাবান, চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ
1 min readসীমান্ত ডেস্ক :: বিশ্বব্যাপি সংক্রামক করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সকল শ্রেণি পেশার মানু্ষ গৃহে অবস্থান করছে। গৃহে অবস্থানরত মানুষকে এবং সরকারের বিভিন্ন উদ্যোগকে বাস্তবায়নের জন্য গোয়াইনঘাটের প্রতি ইউনিয়নে ১০০ জন করে ৯ ইউনিয়নে ৯০০ জন স্বেচ্ছাসসেবী ইতোমধ্যে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে আজ সোমবার (৩০ মার্চ) লেঙ্গুড়া, রুস্তমপুর, পশ্চিম জাফলং ও আলীরগাঁও ইউনিয়নে স্বেচ্ছা সেবীদের এডিপি (অপ্রত্যাাশিত) খাত হতে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের ত্রাণ ও পুণর্বাসন শাখা কর্তৃক বরাদ্দকৃত জিআর (নগদ অর্থ) হতে গৃহে অবস্থানরত অত্যন্ত অসহায় ও দুস্থদের মধ্যে প্রত্যককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, লবন ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ/পি সদস্যবৃন্দ। ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়।
সীমান্তের আহ্বানকে চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন- আজ ৪ ইউনিয়নে বিতরণ করা হয়েছে এবং বাকী ইউনিয়নগুলিতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। ইনশাআল্লাহ।
তিনি বলেন যে, আমরা নিজ ইচ্ছায় উপজেলা পরিষদ ও প্রশাসনের উপস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সম্মত মাস্ক, জীবাণু নাশক সাবান, স্প্রে, চাউল, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করি। যাহাতে এর উপযুক্ত মানুষ এবং সম্পূর্ণটা অসহায়দের কাছে পৌঁছাতে পারে। তাই আমরাও দিনভর টহলে থাকি। জনগণ যদি ভালো থাকে, তাহলে আমরাও ভালো থাকি।
তিনি করোনা সচেতনতায় বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ধৈর্য্য সহকারে সরকারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করুন। সচেতনতা অবলম্বন করুন। মাস্ক ব্যবহার করুন, সাবান দিয়ে সবসময় হাত ধৌত করুন আর নিরাপদ অবস্থানে থাকুন। পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন।