করোনায় মারা গেছেন ক্যাইশা
1 min readআন্তজাতিক ডেস্ক।।
ক্যাইশা ভাই খ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা সান, গত রবিবার রাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন.
ক্যাইশা ভাই খ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা সান, গত রবিবার রাতে করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে টোকিও হাসপাতালে মৃত্যু বরন করেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রজিউন। তিনি শুধু জাপানেই নয় , আমাদের দেশের মত অনেক দেশেই ড্যাবিং এর সুবাদে অনেক জনপ্রিয় !
একজন কমেডিয়ান মানুষকে নানা উপায়ে আনন্দ দিয়ে থাকেন।তার মধ্যে কেন শিমরা সান একজন পপুলার কমেডিয়ান। আমরা তার মৃত্যুতে গভিরভাবে সোকাহত।
করোনা ভাইরাস শুধু ভাইরাস নয় এটি একটি মারাত্মক প্রান ঘাতিক ভাইরাস।