শায়খুল হাদীস আব্দুল হাই রাহ.সোনালী ইতিহাসের সম্রাট
1 min read[সাইদুজ্জামান আল হায়দার]
জামেয়া হোসাইনিয়া সৈয়দপুর -এর দীর্ঘ ৪০ বছরের শায়খুল হাদীস, হবিগঞ্জ জেলার রত্ন, ক্ষণজন্মা নিরব বিপ্লবী রাহবর,সোনালী ইতিহাসের সম্রাট,হযরতুল আল্লাম শায়খ আব্দুল হাই চৌধুরী রাহ.এর ইন্তিকালে ইলমে জাহির ও ইলমে বাতিনের এক কিংবদন্তি খাদেম হারিয়ে কওমি অঙ্গনে এক বটবৃক্ষের শূন্যতা বিরাজমান।সুনাগরিক তৈরির নিপুণ কারিগর
ছিলেন।শায়খুত তাফসির আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী রাহ.মুনাযিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হাফিজাহুল্লাহ ও শায়খুস্সীয়াসত আল্লামা আব্দুর রব ইউসুফীসহ হাজার হাজার উলামায়ে হক্কানির সরতাজ উস্তাদ শায়েখ রাহ.। সিলেট তথা সারা বাংলাদেশের ইলমে হাদিসের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। প্রচার বিমুখ আল্লাহর এক ওলী ছিলেন। হাদীস চর্চায় জীবনের প্রায় চার দশকেরও বেশী সময় কাটিয়ে দিয়েছেন। এ প্রবীণ আলেমে দ্বীন এর ইন্তেকালে আমরা অভিবাবকহীন হয়ে গেলাম। ইসলাম,দেশ ও মানবতার ফেরিওয়ালা আলেম হিসেবে তিনি আসলেই বিরল।যার জলন্ত প্রমাণ হজরতের জানাজার দৃশ্য।দেশের সার্বিক অবস্থা প্রতিকূল থাকার পর ও হাজার হাজার আপামর তৌহিদ জনতা জানাজায় উপস্থিতি তাঁর নিরন্তর ভালোবাসা ও শ্রদ্ধার জানান দিয়েছে। হজরতের নীতি-নৈতিকতা, আদর্শিক চলাফেরা ইসলামের প্রতি আহবান করতো মানুষদের। তিনি ছিলেন একজন দরদী অভিভাবক। একজন তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন আলেম। একজন যুগ সচেতন ব্যক্তিত্ব। ছিলেন একজন খ্যাতিমান আলিমেদ্বীন । তার ইন্তেকালে জাতীয় বটবৃক্ষ হারিয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।
আমি হযরতের জন্য মাওলার দরবারে মাগফিরাত কামনা করি ।দোয়া করি আল্লাহ তা’য়ালা যেনো হযরতকে জান্নাতুল ফিরদাউস-এর উচ্চ মাক্বাম দান করেন এবং শোকাহত পরিবার,অসংখ্য ছাত্র ও ভক্ত বৃন্দকে ধৈর্য ধারন করার তাওফিক্ব দান করেন।আমীন,ছুম্মা আমীন।
লেখক: মুহাদ্দিস, রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও কলামিস্ট।