বড়লেখায় যুব সমাজের উদ্যোগে পশ্চিম দক্ষিণভাগ গ্রামে কীটনাশক স্প্রে ছিটানো হয়
1 min readশায়খুল ইসলাম :: বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিওনের ৮ নং ওয়ার্ডের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের যুব সমাজের উদ্যোগে ২৯ মার্চ গ্রাম পরিস্কার ও কীটনাশক ঔষধ স্প্রে ছিটানো হয়।
‘পরিস্কার করি,সুস্থ থাকি’ এই স্লোগানকে সামনে রেখে এলাকার যুব সমাজ এই উদ্যোগ গ্রহণ করে।
পরিস্কার ও কিটনাশক স্প্রে ছিটানো অভিযানে উপস্থিত ছিলেন খালেদ আহমেদ, রিয়াজুল ইসলাম, মাসুম আহমদ রাহেল আহমদ, মিশু আহমদ, মাওলানা রাশেদ আহমদ, মাওলানা শাইখুল ইসলাম, তুফায়লে আহমদ,জাসিম আহমদ, আলিম উদ্দিন, মুন্না, জুবেল আহমদসহ এলাকার যুবক ও কিশুররা।
পরিস্কার ও কিটনাশক স্প্রে ছিটানো অভিযানে সমস্থ গ্রাম ঝাড়ু দিয়ে পরিস্কার করা হয় এবং সমস্থ গ্রামে কিটনাশক ছিটানো হয়।