বোয়ালখালীর পোপাদিয়া বর্ণবাদ অজুহাত তুলে এক ব্যাক্তিকে গৃহ নির্মাণে বাধা; হত্যার হুমকি
1 min readবিশেষ প্রতিনিধি, কক্সবাজার :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পোপাদিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড সুশীল মাষ্টারের বাড়িতে বলরাম নাথ নামে এক ব্যাক্তিকে বর্ণবাদ অজুহাত তুলে গত ৫ বছর যাবত গৃহ নির্মাণে বাঁধাা দেওয়ার অভিযোগ পাওয়াগেছে। এ ঘটনায় মৃত
মনিদ্র চরণ নাথের ছেলে বলরাম নাথ বাদী হয়ে একই এলাকার মৃত জগদ্বীশ চন্দ্র দাশের ছেলে তাপস কান্তি দাশ, সুশীল চন্দ্র দাশের ছেলে শিমুল দাশসহ ৩/৪ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অভিযোগ নং ২৭/০৩ -১৯ ইং দায়ের করে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়,স্থানীয় বর্ণবাদ অজুহাত তুলে বলরাম নাথকে উক্ত জায়গা তাপস কান্তি দাশে কাছে বিক্রি করার জন্য দীর্ঘদিন যাবত ছাপ দিয়ে আসছিল। কিন্তু বলরাম নাথ উক্ত জায়গা বিক্রি না করে তার মেয়ে সুচরিতা দেবীকে গৃহ নির্মাণ করার আয়োজন করে এবং উক্ত পাকা গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। কিন্তু তাপশ দাশ তা না মেনে গায়ের জোরে এলাকার বকাটে যুবকদের নিয়ে সুচরিতা দেবীর স্বামী মিন্টু কুমার নাথ (প্রবাসী) কে এলাকা ছেড়ে চলে যেতে বলে না গেলে তাকে প্রাণে মারার হুমকি প্রদান করে। এনিয়ে বোয়ালখালী থানায় একাধিকবার বৈঠক হলেও বোয়ালখালী থানায় উপস্থিত এ জায়গায় বাঁধা দেওয়ার কারণ ও কাগজ চাইলে তাপশ দাশ কোন কাগজ দেখাতে পারেনি। এমনকি তাপস দাশে নিকট আত্মীয় সরকারি চাকুরিতে প্রভাবশালী হওয়ায় তার নাম বিক্রি করে তাপশ দাশ বলরামের উপর নানানভাবে হয়রানি করছে বলে বলরাম জানান। সুচরিতা দেবী জানান তাপস সম্পুর্ন বেআইনিভাবে তাদের গৃহ নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে বিষয়টি নিশ্চিত করেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জসিম। সুচরিতা দেবীর পিতা বলরাম নাথ জানান বর্ণবাদ অজুহাত তুলে আমাকে ২০১৬ ইং সালে উক্ত বিরোধীয় জায়গা তাপসের কাছে বিক্রি করার জন্য বলে এতে আমি রাজি না হলে আমাকে বাড়ি চাডার হুমকি দিয়ে আসছে বিভিন্ন সময়ে। এছাড়াও তাপস দাশ গং আমার পরিবারকে নানানভাবে এক প্রভাবশালীর শেল্টারে হয়রানি করছে। সে এব্যাপারে বোয়ালখালী এমপি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছে। সুচরিতার স্বামীর বাড়ি হাটহাজারী হওয়ায় তাকে তার শশুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে হত্যার হুমকি দেয় বলে সে জানান।২৮ মার্চ শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে এলাকার অর্ধশতাধিক লোকজন তাপশ দাশে এমন জগন্য কাজে তিব্র প্রতিবাদ জানিয়ে বলেন তাপস কান্তি দাশে একটি বকাটে সিন্ডিকেট রয়েছে এলাকায় ঐ সিন্ডিকেটের মাধ্যমে সে বলরাম নাথের পরিবারকে অহেতুক হয়রানি এবং গৃহ নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে। নাম প্রকাশের অনিচ্ছুক বোয়ালখালী থানার এক কর্মকর্তা জানান তাপস দাশের এক নিকট আত্মীয় প্রভাবশালী হওয়ায় সে নিরীহ বলরাম নাথের পরিবারকে হয়রানি সহ হত্যার হুমকি দেওয়ার দুঃসাহসিকতা দেখাচ্ছে। বলরাম নাথের পরিবারের সকল স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে। যাতে তারা বাড়ি নির্মাণ পুর্বক সুষ্টভাবে জীবনযাপন করতে পারে।