বিশ্বনাথে করোনাভাইরাস সচেতনতায় আস্-সাদিক হুফ্ফাজ পরিষদ এর বিনামূল্যে মাস্ক বিতরণ
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
বিশ্বনাথের হাফেজে কুরআনদের অরাজনৈতিক সামাজিক সংগঠন আস্-সাদিক হুফ্ফাজ পরিষদের উদ্যোগে আজ বাদ যোহর বিশ্বনাথ বাজারের বিভিন্ন স্পটে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি হাফিজ ফরিদ আহমদ ফেরদাউসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ইমরান হোসাইন তালুকদার,অর্থ সম্পাদক হাফিজ মাসউদ আহমদ প্রমুখ।
আস্-সাদিক হুফ্ফাজ পরিবার বলেন,আমরা অবশ্যই বিশ্বাস করি যেকোন রোগই মহান আল্লাহর আদেশ ছাড়া হওয়া সম্ভব নয়,তবে সচেতনতার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা যায়।আমরা ইতোমধ্যে মধ্যে দেখেছি বিশ্বনাথের অন্যান্য সংগঠনগুলোও মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছেন।তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ।এবং আমাদের সমাজে যারা অার্তিকভাবে সচ্ছল রয়েছেন,তাদের প্রতি অনুরোধ রইলো নাজুক অবস্থায় গরীব ও অসহায়দের পাশে দাড়ানোর জন্য।
আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন।আমীন