পটিয়ায় ভাটিখাইনে জাহাঙ্গীর মেম্বারের উদ্যেগে করোনাভাইরাস প্রতিরোধক জীবানুনাশক স্রে ছিটানো হয়
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে।।
পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধক জীবানুনাশক স্রে ২৯ মার্চ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ছিটানো হয়েছে। ভাটিখাইন ইউপি সদস্য সমাজ সেবক জাহাঙ্গীর আলম মুন্সির উদ্যোগে রবিবার সকাল ১০টায় এই ¯েপ্র ছিটানো হয়। পূর্ব ভাটিখাইন এলাকা থেকে তিনটি টিমে শুরু করে বিভিন্ন এলাকায় ¯েপ্র ছিটানো হয়। এসময় ¯েপ্র ছিটানোর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও ভাটিখাইন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুন্সি, এসময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় চট্টগ্রাম চীফ সাংবাদিক নজরুল ইসলাম, দৈনিক জনতা পটিয়া ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন
্মোহাম্মদ ওসমান, সিরাজুল ইসলাম, বিদান দাশ, সজল দাশ, জয়তোষ সরকার, কাঞ্চণ দে, কিরণ আচার্য্য, রাজু সরকার, অমল দে, অন্তু সরকার, রাসু দাশসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাটিখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম সওদাগর বাড়ি, সুলতানের বাড়ি, মহাজন পাড়া, মাওলানা রফিকের বাড়ি, দুলাল আচার্য্যর বাড়ি, লোকমান সওদাগর বাড়িস,কারণা পাডাসহ বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্রে
ছিটানো হয়। এসময় জাহাঙ্গীর আলম মুন্সি বলেন, আমি ব্যক্তি উদ্যোগে এলাকায় স্রে
ছিটানোর ব্যবস্থা করি, আমার সাথে এলাকার অনেক যুবক, লোকজন এগিয়ে এসে আমাকে সহযোগিতা করছে। আমি চাই আমার এলাকায় কেউ যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয়। সেভাবে সবাইকে সচেতন করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে পরিষদের গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য পরামর্শ ও নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ আমাদের উপর সহায় হবে ১২ আউলিয়ার পুর্নভুমি পটিয়া আমাদের এ ভরসা সকলকে মসজিদে নামাজ ও কুরআন পডার পাশাপাশি হিন্দু ভাই বোনদের উপসনালয়গুলোতে প্রার্থনা করা আহবান জানান যাতে এ মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে পারি।