পটিয়ার আওয়ামী নেতা মঞ্জুরুল ইসলাম কোয়ারান্টাইনে থাকা অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন
1 min readসেলিম চৌধুরী (বিশেষপ্রতিনিধি, কক্সবাজার)। চট্টগ্রামের পটিয়া উপজেলা তরুন আওয়ামীগ মঞ্জুরল ইসলাম বিভিন্ন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন করোনারভাইরাস থেকে সাধারণ মানুষ কে নিরাপদে থাকতে সহায়তা ও নিজেদের কে সংযত রাখতে মাঠে কাজ করছেন এ সমাজ কর্মী। দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের তরুণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, তার নিজস্ব অর্থায়নে দক্ষিণ ভূর্ষি
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মরণ ঘাতক করোনার আগ্রাসন থেকে সাধারণ মানুষ কে প্রায় ৬০০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।সমাজসেবক মঞ্জুরুল ইসলাম আরো বলেন করোনা এখন আর্ন্তজাতিক সমস্যা। এ ঘাতক মরণ ব্যাধি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের কে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা আশা করি সবাই একযোগে এ সমস্যা মোকাবেলায় কাজ করে যাবেন। আমার এ প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারপর ও অতীতের মত সাধ্যমত সহায়তা নিয়ে জনগণের পাশে দাড়িয়েছি।আমি আগামীতেও আমার সর্বস্ব নিয়ে জনগনের পাশে থাকব ইনশাআল্লাহ। এ সময় তার সাথে ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্তী,জসীম উদ্দীন,ওয়াহেদুর নুর মিন্টু,শাহ আলম খোকন,
ইউপি সদস্য জাহেদুল হক, ফরিদ আহমদ,চন্দ্র নাথ দে, মোঃ ইকরাম,ইকবাল হোসেন, সন্জীত দাশ টুকু,নাজিম উদ্দীন, সাদ্দাম হোসেন, আবদুর রহিম,শহীদ,সীজন চৌধুরী, যাদব সর্দার, তারেক আজিজ,মুরাদ হোসেন,বিপ্লব চক্রবর্তী রিগ্যান,এরফান,ইমন,আমানত উল্লাহ,সাকিব,তোহা,তানিম,আসিফ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি সজলের দোয়া চেয়ে আগামীতে এ ধারাবাহিকতা রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান জাতীয় সমস্যা করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করে সমাজে গরীব লোকজনের পাশে দাডানোর আহবান জানান।