নবীগঞ্জে পাগলের উপর হামলা
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে নিরব শহর এই সুযোগের ব্যবহার করে কে বা কারা হামলা করে এক পাগলের উপর।নিরব শহরের দুর্বৃত্তদের হামলার শিকার হন ওয়াহিদ মিয়া (৩৬) নামে এক পাগল। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পাশবতী জগন্নাথপুর উপজেলার সোনাতোলা গ্রামের আব্দুল হেকিম মিয়ার ছেলে। গতকাল রোববার (২৯ মার্চ) দুপুর ২ টায় ইনাতগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ বাজারের পাশে বসে ছিল পাগল ওয়াহিদ মিয়া। এসময় একদল দুর্বৃত্তের রামদা দিয়ে কুপিয়ে ওয়াহিদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করান।স্থানীয়রা জানান, হঠাৎ রক্তাক্ত অবস্থায় তাকে দেখে চিকিৎসার জন্য বলা হলে পাগল ওয়াহিদ মিয়া মানা করে।পরে তারা জোড় পূর্বক চিকিৎসার জন্য নিয়ে আসেন। এসময় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্থানীয়রা আরো বলেন, সে তার বাবার নামটি টিক মত বলতে পারে না।কিন্তু কে বা কারা পাগলের উপর হামলা করে তাদের এ বিষয়ে কোন ধারণা নেই।