দ্বীনের নেতার প্রতিচ্ছবি
1 min read[কাকলী আক্তার মৌ]
গরিব দুঃখীর দুঃখ দেখে যার পরানে সয় না,
হয় না,হয় না,এমন মানুষ হয় না।
গরিব দুঃখী ব্যথা পেলে;ব্যথা লাগে তাঁর গায়ে,
তাইতো তিনি খোঁজ খবরে;ছুটেন খালি পায়ে।
গরিব দুঃখীর বিপদ হলে;আগান মুক্ত হাতে-
একাই চলেন,যদি কেউ;না আগায় সাথে।
দ্বীনের পথে আছেন তিনি;অবিচল,অবক্ষয়,
স্বপ্ন দেখেন ইমানী শক্তির;হবেই হবে জয়।
মরণে ভয় নেই যে কোন;ছুটেন রাত-বিরাতে,
ভরসা তাহার একমাত্র;আল্লাহ আছেন সাথে।
গরিব দুঃখীর কান্ডারী হয়ে;সততার তীর ছুড়ে,
এগিয়ে চলেন নির্ভয় পায়;ভূবন পথে,জোরে।
আঁকড়ে তাঁরে ধরে রাখ;হারালে পাবে না আর,
তাঁর পরানে বসত করে জুলফিকারের ধার।
লেখকের কিছু কথা-
যারা সৎ পথে চলে,সৎ কর্ম করে তাদেরকে সব সময় সহযোগীতা করা উচিত। সেটা হতে পারে-
পথ চলার সাথী হয়ে, সৎ পরামর্শে, নীতি ও আদর্শে। সত্যের যারা বীর, তাদের সদা উচু শির।
উৎসর্গ- মাওলানা গেলাম আম্বিয়া কয়েছ, ভাইস চেয়ারম্যান গোয়াইনঘাট উপজেলা। তার সার্বিক সাফল্য ও নেক হায়াত কামনা করি।