জাতীয় ছাএসমাজের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min readপটিয়া প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা য়ৌথ উদ্যেগে ২৭ মার্চ পটিয়া দলীয় কার্যালয় জাতীয় ছাএসমাজের ৩৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয় । দেশের করোনাভাইরাস এর কারণে সরকারের নির্দেশনা অনুয়ায়ী সংক্ষিপ্তভাবে দলীয় কার্যালয় কেক কেটে পালিত হয় ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাষ্টার।শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ছাএসমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনতা সাংবাদিক সেলিম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাএসমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাক আহমদ, ইয়াছিন খান, পটিয়া উপজেলা জাতীয় ছাএসমাজ আহবায়ক রাজিব চৌধুরী রাজুর সভাপতিত্বে সদস্য সচিব রবিউল হাসান পরিচালনায় সভায় জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী ছাড়াও বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাহবুবুল আলম বাঁশি, বিকাশ মিএ, জসিম উদ্দিন বাবর, রঞ্জন ধর, সৈয়দুল আরেফিন প্রান্ত, পলাশ দে, মো. দিদারুল আলম, নুরুল ইসলাম সদস্য নুরুচ্ছফা সরকার, শ্রমিক নেতা আজাদ প্রমুখ। শামসুল আলম মাষ্টার বলেন জাতীয় পার্টি
সুসংগঠিত গনতান্ত্রিক রাজনৈতিক দল জাতীয় ছাএসমাজ কে শক্তিশালি করে দলের চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্বপ্ন বাস্তবায়ন সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিধ বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালি ও ইয়াবা মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে।