গোয়াইনঘাটে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে উদীয়মান তরুণ সংঘের চাউল ও খাদ্য বিতরণে ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min readসীমান্ত ডেস্ক :: ২৯ মার্চ (রবিবার) গোয়াইনঘাটের সামাজিক সংগঠন “উদীয়মান তরুণ সংঘ” র উদ্যোগে চাউল ও প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে হোম কোয়ারান্টাইনে থাকা অসহায়দের খোঁজ খবর নিতে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে, বাড়িয়ে বাড়িয়ে গিয়ে স্বহস্তে চাউল ও প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
চাউল বিতরণে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এণ্ড কলেজের পরিচালক বাহার আহমেদ, সংগঠনের সহ-সভাপতি মাওলানা কাওছার আনিস, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, তারেক, জুনেদ, মোশাররফ, আশিক, আশরাফ, তাহের, সুফিয়ান, আনিস প্রমুখ।
বিতরণকালে ভাইস চেয়ারম্যান কয়েছ প্রতিবেদককে জানান, করোনাভাইরাসে যখনি হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ আসে, তখন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও পত্রিকার সামাজিক উন্নয়ন ফান্ডের পক্ষ থেকে স্বাস্থ্য সম্মত মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাবার চাল নিয়ে সাধ্যনোযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি বলেন, এভাবে যদি বিত্তবানরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসে, অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সংকট কেটে উঠতে কিছুটা সহায়তা হবে।
আমরা যদি সবাই নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো৷
শুধু তাই নয়, করোনাভাইরাস নিয়ে তিনি প্রত্যেক পরিবারে সচেতনতামূলক বার্তাও দিয়ে আসছেন।