করোনা থেকে রক্ষায় যে সহজ আমলের কথা বললেন আল্লামা কাসেমী
1 min read
নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারির এই সংকটে দেশবাসীকে যার যার ঘরে অবস্থান করে অধিক পরিমাণে তাওবা-ইস্তিগফার, নফল ইবাদত, নামায, কুরআন তিলাওয়াত ও আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া-মুনাজাতে রত থাকার আহবান জানিয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।
আজ (২৯ মার্চ) রোববার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা কাসেমী আরো বলেন, কুরআন-হাদীসের ভাষ্যমতে নিঃসন্দেহে করোনা মহামারি সমগ্র মানবজাতির জন্য কঠোর এক সতর্কবার্তা ও মহাবিপদ স্বারূপ। এ জন্য ব্যক্তিগত ও জাতীয়ভাবে সকলের তাওবা করা একান্ত জরুরী।
জমিয়ত মহাসচিব প্রখ্যাত বুযূর্গ শায়েখ আবরারুল হক হারদুয়ী (রাহ.)এর উদ্ধৃতি দিয়ে যে কোন কঠিন রোগব্যাধি এবং করোনা মহামারি থেকে রক্ষায় একটি সহজ আমলের কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিন ফজরের নামাযের পর ১৪২ বার ‘ইয়া-সালামু’ এবং মাগরীবের নামাযের পর ১৪২ বার ‘ইয়া-সালামু’ পড়ার আমল জারি রাখলে ইনশাআল্লাহ করোনার মতো মহামারি থেকে হেফাজতে থাকার আশা করা যায়।
আল্লামা কাসেমী করোনা প্রাদুর্ভাবের বর্তমান সংকালীন সময়ে আর্থিক সমর্থবান সকলের প্রতি দুস্থ, গরীব ও অসহায় মানুষজনের মাঝে ত্রাণ ও খাদ্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, যে কোন বিপদাপদে অধিক পরিমাণে দোয়া, ইস্তিগফার ও ইবাদত-বন্দেগীর পাশাপাশি বেশি বেশি দান-সদক্বা করা উচিত। কারণ, দান-সদক্বার ফলে বলা-মুসিবত দূর হয় এবং আল্লাহর দয়া ও রহমত নসীব হয়।