উম্মতের আকুতি - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

উম্মতের আকুতি

1 min read

[ইব্রাহিম হোসেন]

দয়াল নবী, প্রাণের ছবি একটু চেয়ে দেখো,
তোমার উম্মত করোনাতে ভোগছে শতশত ।

এদিক তাকাই, সেদিক তাকাই লাশের উপর লাশ,
করোনাতে করে দিল কী যে সর্বনাশ।

হয় না দাফন জানাজা, হয় না যে তার কবর ,
পুড়িয়ে দিয়ে মাটির তলে দেয় না কারো খবর ।

আহাজারি চিৎকারেতে বিশ্ব উঠে কেঁপে ,
হয়তো তোমার উম্মাতের বড় কোন পাপে ।

বলো নবী, বলো রাসুল তোমার প্রিয় বন্ধুকে,
পাপ রাশি ক্ষমা করে মুক্তি দিতে বিশ্বকে ।

আমরা পাপী গুনাহগার কান্ডারী আর কেহ নাই,
রাসূল তুমি দোয়া করো তোমার উম্মত ক্ষমা চায়।

আর সহেনা রাসুল মনে আর সহেনা ব্যথা,
কেঁদে তোমার উম্মাতের ফুলে চোখের পাতা ।

ওগো রাসুল ! বিনয় করি আমরা ভূবণ মাঝে ,
একটু দোয়া করো তোমার বন্ধু খোদার কাছে ।

তোমার প্রিয় বন্ধু খোদা শুনবে তোমার কথা,
বিশ্ব বাসীর কষ্ট দেখে প্রাণে লাগে ব্যথা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.