উখিয়ায় করোনা সচেতনতায় ‘প্ল্যাকার্ড’ নিয়ে গ্রামে গ্রামে সিপিপি
1 min readউখিয়া থেকে সংবাদদাতা :: “নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে”
মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অনেকেই কাজ করছেন মানবিক উদ্যোগ নিয়েও। সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই মাঠে চসে বেড়াচ্ছেন সিপিপি উখিয়ার স্বেচ্ছাসেবকরা।
গত ২৫ মার্চ (বুধবার) থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উখিয়া উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজুর নেতৃত্বে ইউনিয়ন ডিপুটি টিম লিডার এইচ কে রফিক উদ্দিন ও রত্না পালং ইউনিয়ন টিম লিডার সোহেল আরমানের সার্বিক সহযোগীতায় উখিয়ার বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবকরা জনসচেতনতা মূলক কর্মসুচি ও লিফলেট বিতরণ করে যাচ্ছে।
সিপিপি উখিয়া উপজেলা টিম লিডার আবুল হোসেন রাজু বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি সিপিপির উপ-পরিচালক কক্সবাজার জোনে কর্মরত হাফিজ আহমদের আহ্বানে সাম্প্রতিক করোনা ভাইরাসের আতঙ্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা লিফলেট বিতরণসহ জনসচেতনতা বার্তা প্রদান করেছি।
যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে ২৫টি ইউনিটের ৩৭৫জন স্বেচ্ছাসেবক দায়ীত্ব পালনে অঙ্গিকারবদ্ধ।