মনোহরগঞ্জ জমিয়ত সেক্রেটারির ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক
1 min readইকরামুল ইসলাম :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ শাখার সেক্রেটারি হাফেজ মাওঃ আব্দুল্লাহ কাসেমী গতকাল সকাল ৭ ঘটিকার সময় উত্তরায় আধুনিক হসপিটালে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন।
জমিয়ত নেতা আব্দুল্লাহ কাসেমী’র ইন্তেকালে জমিয়ত মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী ফোন বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য আব্দুল্লাহ কাসেমী খেলাফত মজলিশের সাবেক দায়ীত্বশীল ছিলেন, কয়েক বছর পূর্বে জমিয়ত মহাসচিবের হাত ধরে জমিয়তে যোগদান করেন। এবং ২০১৮ এর কাউন্সিলে মনোহরগঞ্জ উপজেলা জমিয়তের সেক্রেটারি পদে নির্বাচিত হোন।
মাওলানা আব্দুল্লাহ কাসেমীর ইন্তেকালে আরো গভীর ভাবে শোক প্রকাশ করেন মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাও ওবায়দুল্লাহ। মনোহরগঞ্জ ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা খোরশেদ আলম বলেন উনি দীর্ঘ সময় ধরে ইসলামি রাজনীতিতে জড়িত ছিলেন এবং একজন বিচক্ষণ সাংগঠনিক দক্ষতার অধিকারী ছিলেন। খেলাফত মজলিশের সাংগঠনিক দায়িত্বশীলরা জানিয়েছেন আব্দুল্লাহ কাসেমী একনিষ্ঠ কর্মি ছিলেন। মনোহরগঞ্জ ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম ইকরামুল ইসলাম বলেন মাও: আব্দুল্লাহ কাসেমী মনোহরগঞ্জ জমিয়তের একজন স্বপ্ন পুরুষ ছিলেন, তার ইন্তেকালে আমরা একজন অভিবাবক হারিয়েছি।
সর্বশেষ উনারা শোকসন্তপ্ত পরিবারের সবরে জামিল এবং মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন।