পৃথিবী শাসন করতে এসেছে কোভিট-১৯; পর্ব ২ - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

পৃথিবী শাসন করতে এসেছে কোভিট-১৯; পর্ব ২

1 min read

লেখক: সাংবাদিক জাকিরুল ইসলাম (আজকালের খবর)

সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ব মোড়ল আমেরিকা, বৃটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া জি-৫ মহাকাশে ও চন্দ্র অভিযানে সফল গবেষণা থেকে শুরু করে হিমবাহ, এন্টার্রকটিকা, সাগরের তলদেশ নিয়ে গবেষণার কাজ করে আসছে এবং তারা সফলতা পেয়েছে । মাটির নীচ ও সাগরের বক্ষদেশ থেকে প্রযুক্তির মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে, তৈল, গ্যাস, কয়লা,ডিজেল, খনিজসম্পদ প্রভৃতি উত্তোলন করে তারা দেশে দেশে বিক্রি করে তা মুনাফা অর্জন করছে । ইলেকট্রিক্যাল প্রযুক্তি, স্যাটেলাইট, ইন্টারনেট প্রযুক্তি ও বায়োলজিক্যাল প্রযুক্তির সদ্য ব্যবহার করে তারা উন্নত বিশ্বে আজ রোল মডেল দাবী রেখেছে। উন্নত বিশ্ব আজ নভেল১৯- করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবীর ১৮৮ দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৪ লক্ষ অতিক্রম করেছে সংক্রমণের সংখ্যা। মৃত্যুর হার ২৫.০০০ ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। দেশে দেশে ক্রমেই বাড়ছে নতুন করে সংক্রমণের সংখ্যা । এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে গিয়ে দিশেহারা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, Who। বিশেষজ্ঞরা বলছেন প্রতি ১০০ বছর পর পর পৃথিবীতে মহামারী ফিরে আসে এতে প্রাণ যায় কোটি কোটি মানুষের । ১৭২০ শতাব্দীতে স্প্যানিশ ফ্লু’তে ৫ কোটি মানুষ প্রাণ হারান। আমার কথা; পৃথিবীতে অত্যাচার, ব্যভিচার, নির্বিচার গণহত্যা, শিশু থেকে বৃদ্ধা ধর্ষন, দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে মানুষ হত্যা, পেশি শক্তির অপব্যবহার, জঙ্গি দমনের নামে রাস্ট্র দখল, সম্পদ দখল। মিথ্যা অযুহাতে মুসলিম রাষ্ট্র দখল, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, লেবানন, সোমালিয়া, ফিলিস্তিনের উপর হামলা করে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা, ধর্ষন, লুন্ঠন, সম্পদ চুরি, গৃহহীন এসব অত্যাচারের মাত্রা বেশি হওয়ায় আল্লাহর প্রদত্ত গজবের নিদর্শন নভেল ১৯- করোনা। দরিদ্র রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা খড়গ, জুলুমের শিকার হওয়া নির্যাতিত মানুষ গুলোর করুণ আর্তনাদ। মুসলিম ধর্ম পালন করার দায়ে চীন সরকার উইঘুর সম্প্রসারণ ১কোটি ১০ লক্ষ মুসলিম একঘরে করে গৃহবন্দী রাখা হয়েছে । পৃথিবীতে যুগের পর যুগ ধরে আধিপত্য বিস্তার, পেশি শক্তির অপব্যবহার ছোট ও গরীব রাষ্ট্রের সাথে বৈষম্য। পৃথিবীর উপর মোড়লদের কৃতিত্ব যুগযুগ ধরে পাহাড়, সাগর, নদী, সমুন্নত আকাশ, হিমবাহ, লেক, মরূদ্যান, গাছ গাছালি, প্রভৃতিতে অত্যাচারের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। কোভিট-১৯ করোনা ভাইরাসের ছোবলে যখন গোটা বিশ্ব আজ থমকে দাঁড়িয়ে গেছে অসহায়,কাতর স্পেন প্রায় ২০০ বছর আগে বন্ধ হওয়া মসজিদে আজান পুনরায় তা চালু করেছে। বিশ্বের দেশে দেশে বিশেষ মোনাজাত প্রতিনিয়ত চলছে মানুষ খোদার কাছে পানাহ্ চাইছে। আজ বাণিজ্যিক ভাবে গড়ে উঠা কর্পোরেট, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান ও বড় বড় কোম্পানিগুলো ঢেলে বসে আছে। মানুষের পাশে দাঁড়াচ্ছে না। বিভিন্ন দেশ কোটি ডলার প্রণোদনা ঘোষণা করেছে। ইতালির পর এবার বিশ্বের পরাশক্তি আমেরিকায় ভয়াবহ ভাবে বাড়ছে মৃত্যুর হার। খোদ পরাশক্তি আমেরিকা তার দেশের মানুষের মৃত্যুর হার ঠেকাতে পারছেনা বরং ক্রমেই বাড়ছে সংক্রমণ ১ লক্ষ অতিক্রম করছে। নভেল -১৯ করোনা ভাইরাস আজ আঙুলি দিয়ে বিশ্বকে বুঝিয়ে দিয়েছে সভ্যতা ও উন্নত দেশ ও প্রযুক্তি গুলো আজ কতোটা অসহায়! কয়েকদিন আগে খোদ ইতালির প্রধানমন্ত্রী ডি কন্তে, আকাশের দিকে চেয়ে একটি কথা বলেন; আমাদের শেষ ভরসা আকাশ! এতে কি প্রতীয়মান হয়? আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন প্রবাহিত করেছেন সমুন্নত আকাশ ও নীল দরিয়া তিনিই কেবল রক্ষা করবেন মানবকূল । পবিত্র কুরআনে আল্লাহ আরও বলেন, তোমরা কি দেখোনা ইতিপূর্বে অনেক মানবজাতিকে আমি ধ্বংস করেছি? যারা অত্যাচার ও ব্যাভিচারে লিপ্ত ছিল? আমাদের দেশের এই কঠিন দুঃসময়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ভরসা রাখুন এক আল্লাহর উপর। বিপদে ধর্য্য ধারণ করুণ খোদাকে মন দিয়ে ডাকুন। হোম কোয়ারেন্টাইনে থাকুন ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.