পটিয়ার সুচক্রদন্ডীতে আদালতে বিচারাধীন জায়গা জবর দখলের পায়তারা
1 min readপটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামর পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকায় আহামদুর রহমান নামে এক ব্যাক্তির পুকুরের জায়গা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় জোরপুর্বক দখল পাঁয়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া। মামলার এজাহার সুএে জানাযায়, আহামদুর রহমান এ সংক্রান্তে বিষয়ে ২০০৭ সালে পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অপর মামলা নং ৩৫০/২০০৭ ইং এবং ২০১২ সালে অপর মামলা নং ১৭৭/২০১২ দায়ে করে। আদালত দীর্ঘদিন মামলা শুনানি শেষে মামলার বাদী আহামদুর রহমান গং এর জায়গায় বিবাদীগণ ১-৬ এবং ১১ নং বিবাদী কে আদেশ প্রদান করেন যাতে মামলার বাদী আহামদুর রহমান গং
এর জায়গায় বিবাদীগণ অনধিকার প্রবেশ না করে এবং দখলের বিগ্ন সৃষ্টি করিতে না পারে কিং বা নালিশী
ভুমি হইতে
বেদখল করিতে না পারে এবং পুকুরে মাছ চাষের কোন বাঁধা দিতে না দেওয়ার জন্য আদেশ প্রদান করে আদালত। কিন্তু বিবাদী শিমুল দে, শোভল দে, অমর দাশ সহ অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জন বহিরাগত লোকজন নিয়ে গত ২৭ মার্চ ২০২০ ইং শুক্রবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত বিরোধীয় জায়গা আর এস দাগ নং ১৩০৬,বিএস দাগ নং ১২৯২ দাগেের আন্দরে সাড়ে ২৮ শতক ভুমির মধ্যে কিছু ভুমিতে মাটি ভরাট করে জোরপুর্বক দখল পাঁয়তারা চালাচ্ছে বলে আহামদুর রহমান জানান। আহামদুর রহমান জানান তার জায়গায় প্রতিপক্ষরা পুর্বে সীমানার খুটি ছেড়ে আরো পাশে ৪ ফুট এবং লন্বা ৫০ ফুট জায়গা জোর করে মাটি ভরাট করে তাকে দখল উচ্ছেদের পাঁয়তারা করছে প্রতিপক্ষরা। এতে সে বাঁধা দিলে তাকে হত্যার হুমকি সহ নানান ধরনের আস্ফালনের হুমকি দেওয়ায় সে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। সে এব্যাপারে পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এর সুদৃষ্টি কামনা করেছে।