নবীগঞ্জে বিদ্যুৎ থেকে পেট্রোলপাম্পে আগুন
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জের সালামতপুর পৌর বাস ট্রার্মিনালের পাশের ইষ্টান ফিলিং পেট্রোল পাম্পে আজ শনিবার(২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় এক অগ্নি কান্ডের ঘটনা ঘটে। তবে এলাকার লোকজন ঘটনাটি তাৎক্ষনিক দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করে রাখার চেষ্টা অব্যহত রাখেন। এতে করে অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন পাম্প মালিক ও এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একদল খুব দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের ইনচার্জ ফজল মিয়া জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটে এতে অকটেন মিটার মেশিনটি পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা। তবে আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আশায় কোটি টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন পাম্প মালিকসহ আশপাশের এলাকার লোকজন।