জ্ঞানের মানবতা
1 min read[কাকলী আক্তার মৌ]
অনেক বড় চাকরি কর;নিরাপত্তায় ঢাকা,
দামি গাড়িতে ঘুরে বেড়াও;অনেক অনেক টাকা।
মুখে যাহা বল তুমি,তাই হয়ে যায় আইন,
কানে ধরে উঠ-বস করাও,আরো লাগাও ফাইন।
অগাধ জ্ঞানের মালিক তুমি,ডিগ্রী ভরা ধরে,
তবে কেন বিবেকহীনে;চলছ ভবের ঘরে?
মানব কূলে জন্ম নিলে;মানবতা কই তোর,
উঁচু বহরের ডিগ্রীতে তাই;বন্ধ মনের দ্বোর।
যাদের ধনে জৌলুস করে;ফুটানি করে চল,
তাদের সনে হীন আচরণ;কেমনে কথা বল।
জনগণের চাকর তুমি;মালিক তো আর নও,
কেমন করে দাম্ভিকতায়;উচ্চ কথা কও।
বইয়ের পাতা চষে চষে;দীক্ষা ঠিকই নিলে,
মাথা তোমার জ্ঞান শূন্য;ঠিকই পরিচয় দিলে।
জ্ঞানী তুমি ঠিকই হলে;মানুষ হওনি ভবে,
তাইতো এখন ছিঃ ছিঃ করে ধিক্কার জানাই সবে।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক