জ্ঞা‌নের মানবতা - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জ্ঞা‌নের মানবতা

1 min read

[কাকলী আক্তার মৌ]

অ‌নেক বড় চাক‌রি কর;নিরাপত্তায় ঢাকা,
দা‌মি গা‌ড়ি‌তে ঘু‌রে বেড়াও;অ‌নেক অ‌নেক টাকা।

মু‌খে যাহা বল তু‌মি,তাই হ‌য়ে যায় আইন,
কা‌নে ধ‌রে উঠ-বস করাও,আ‌রো লাগাও ফাইন।

অগাধ জ্ঞা‌নের মা‌লিক তু‌মি,ডিগ্রী ভরা ধ‌রে,
ত‌বে কেন বি‌বেকহী‌নে;চ‌লছ ভ‌বের ঘ‌রে?

মানব কূ‌লে জন্ম নি‌লে;মানবতা কই তোর,
উঁচু বহ‌রের ডিগ্রীতে তাই;বন্ধ ম‌নের দ্বোর।

যা‌দের ধ‌নে জৌলুস ক‌রে;ফুটা‌নি ক‌রে চল,
তা‌দের স‌নে হীন আচরণ;কেম‌নে কথা বল।

জনগণের চাকর তু‌মি;মা‌লিক তো আর নও,
কেমন ক‌রে দা‌ম্ভিকতায়;উচ্চ কথা কও।

বই‌য়ের পাতা চ‌ষে চ‌ষে;দীক্ষা ঠি‌কই নি‌লে,
মাথা তোমার জ্ঞান শূন্য;ঠি‌কই প‌রিচয় দি‌লে।

জ্ঞানী তু‌মি ঠিকই হ‌লে;মানুষ হও‌নি ভ‌বে,
তাই‌তো এখন ছিঃ ছিঃ ক‌রে ধিক্কার জানাই স‌বে।

লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.