জমিয়ত সভাপতির সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছেন গোয়াইনঘাট জমিয়ত
1 min readসীমান্ত ডেস্ক :: দেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, দেশবরেণ্য আলেমে-দ্বীন এবং বৃটিশবিরোধী আযাদী আন্দোলনের সিপাহসালার শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী (রাহ.)এর অন্যতম প্রিয় বিশিষ্ট খলীফা আল্লামা শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি বার্ধক্যতাজণিত অসুস্থতায় নিজ বাসভবনে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির পুত্র মাওলানা এমদাদ উল্লাহ প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমার আব্বাজান হযরত গত কয়েক দিন থেকে বার্ধক্যতাজণিত দুর্বলতায় শয্যাশায়ী হয়ে আছেন। বর্তমানে ঠিকমতো মুখে খাবার গ্রহণ ও কথা বলতে পারছেন না। আমরা রাতদিন তাঁর শয্যাপাশেই অবস্থান করছি। সকলের কাছে আব্বাজান হযরতের সুস্থতা ও হায়াতে তাইয়্যেবার জন্য দোয়া কামনা করছি।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মোমিন ইমামবাড়ি হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ উপজেলার তৃণমূল জমিয়তের নেতা কর্মীরা।
এদিকে কিছুক্ষণ পূর্বে জমিয়ত মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীও দেশবাসীর কাছে হুজুরের সুস্থতার জন্য দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন।
আজ (২৮ মার্চ) শনিবার এক বার্তায় দেশ-বিদেশে অবস্থানরত জমিয়ত নেতা-কর্মীসহ আলেম সমাজ ও তৌহিদী জনতার কাছে হযরতের আশু রোগমুক্তি, সুস্থতা ও হায়াতে তাইয়্যেবার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া-মুনাজাতের আহ্বান জানান উপজেলার তৃণমূল জমিয়তের কর্মীরা।
তারা বলেন- সদরে জমিয়ত আল্লামা ইমামবাড়ি হুজুর একজন খাঁটি আল্লাহওয়ালা বুযুর্গ ও অনেক উঁচু মাপের বর্ষিয়ান আলেমে-দ্বীন। তিনি হযরত মাদানী (রাহ.)এর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন অন্যতম বিশিষ্ট খলীফা। বর্তমানে ইসলাম ও মুসলমানদের জন্য বহুমুখী সংকটজনক পরিস্থিতিতে শায়েখে ইমামবাড়ি হযরতের দিকনির্দেশনা ও দোয়া আমাদের সকলের জন্য অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ। পরম করুণাময় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করছি, তিনি যেন দয়াপরবশ হয়ে শায়েখে ইমামবাড়ি হযরতকে সুস্থতা ও শেফায়ে কামেলা দান করেন এবং হযরতের হায়াতকে বৃদ্ধি করে আমাদের সকলের উপর আরো দীর্ঘ দিন ছায়া ও পরম অভিভাবক করে রাখেন। আমীন।।