ক্ষমা প্রার্থী
1 min read[ইব্রাহিম হোসেন]
জন্ম নিলে মরণ হবে এটাই স্বাভাবিক ,
জীবন চলার ত্রুটি ক্ষমা চাওয়াই মানবিক ।
হতে পারে এই জীবন চলার পথে অনেক,
দোষ-ত্রুটি, ভুল-ভ্রান্তি বলে আমার বিবেক ।
জানা আর অজানা সব পড়েনা ধরা ,
মরণ পথের যাত্রী আমি যেতেও পারি মারা ।
কখন যেন আজরাইল করবে আমায় তাড়া,
সেই চিন্তা মাথায় আমার করে নড়া চড়া ।
ভাগ্যে যদি না হয় আমার স্বজন প্রিয়ার দেখা ,
সেই কারণেই সবার মাঝে এই কবিতা লিখা।
বন্ধু বান্ধব, স্বজন প্রিয়া দেশ বিদেশে থাকে ,
ক্ষমা চাওয়ার সুযোগ যদি না বিধাতা লিখে ।
মরে গেলেও করবে না যে ঐ বিধাতা ক্ষমা ,
ভুলের তরে দাও ক্ষমা দাও বন্ধু প্রিয়তমা ।
মা, বাবা, মুরুব্বিরা থাকেন যদি বেঁচে ,
ক্ষমা করে দিবেন আমায় এই পৃথিবীর বুকে ।
পাড়া প্রতিবেশী আর কুয়ালিক যত আছেন,
কষ্ট পেলে ব্যবহারে আমায় ক্ষমা করে দিবেন ।
নির্বিশেষে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি ,
দাওগো প্রভু ক্ষমা করে দাওনা অন্তর্যামী ।