কানাইঘাট বাউরবাগ পূর্ব নুর উদ্দিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
1 min readসিলেট জেলা প্রতিনিধিঃ– মহান ২৬ শে মার্চ জাতীয় শোক দিবস এই দিনে সিলেট জেলায় কানাইঘাট উপজেলার ৭ নং ইউনিয়নের বাউর বাগ পূর্ব গ্রামের প্রভাবশালী ক্ষমতাসীন এবং অসহায় গরিবের জমি আত্মসাৎকারী ও ফৌজদারি কয়েকটি মামলায় আসামি নূর উদ্দিন, পিতা-মৃত আব্দুর রহিম, তাহার ভাতিজা ফয়জুর রহমান, পিতা আব্দুস সাত্তার, ও তার ছেলে মাসুম আহমদ, পিতা নুর উদ্দিন, পূর্ব শত্রুতার জের ধরে জমির উদ্দিন, পিতা মৃত তফই মিয়া, নিজাম উদ্দিন, পিতা তফই মিয়া, জহিরা বেগম, স্বামী মমতাজ আলী, সহ তিনজনকে তাদের বসত করে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতরভাবে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রাখে নুর উদ্দিন ও তার বাহিনী পরে আহতদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয় । এরপর জমির উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন নুর উদ্দিন সহ তার বাহিনীর উপর ঐদিন কানাইঘাট থানার এস আই হুমায়ুন কবির সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত করেন । কিন্তু আসামিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে, শুধু তাই নয় এই সেই নূর উদ্দিন, কয়েকদিন আগে জমির উদ্দিনের সাথে আগের একটি মামলায় নুরু উদ্দিনের ভাতিজা ফয়জুর রহমান কে সিলেট জজকোর্টের নির্দেশে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন, বর্তমানে তিনি হাইকোর্টের আপিলে বাহিরে আছেন । আরো কয়েকটি অভিযোগ এই নুর উদ্দিনের উপর দীর্ঘ প্রায় ১০ বছর আগে সে তার আপন বাতিজা সাহিদ কে অপহরণ করে সাহিদের বড় ভাইয়ের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এই নুর উদ্দিন এরপর কানাইঘাট থানা প্রশাসন কে বিষয়টি অবগত করলে কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিম সাহিদ কে উদ্ধার করেছে সিলেট শহর থেকে সেই অভিযোগে কানাইঘাট থানায় এখনো অভিযুক্ত আছেন সেই নুর উদ্দিন । এবং মোসাম্মৎ বেগম নামের এক অসহায় মহিলাকে প্রায় দুই বছর আগে এভাবে ঘরে ঢুকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখেছিল এই নূর উদ্দীন বাহিনী এই নুর উদ্দীন বাহিনীর ভয়ে ভাউর বাগ পূর্ব এলাকার অনেক মানুষ জিম্মি তাদের কাছে ওই এলাকায় আরো অনেক লোকের অভিযোগ পাওয়া গেছে আব্দুন নূর, শরিফ উদ্দিন, এরকম শত শত লোকের অভিযোগ এই নুর উদ্দিন বাহিনীর উপর । ভুক্তভোগী ও অভিযোগকারীরা স্থানীয় প্রশাসনের কাছে সুবিচার কামনা করছে ও এই নুর উদ্দিন বাহিনীকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন ।