করোন ভাইরাস ও বিপর্যয় থেকে মুক্তি পেতে দুয়ায়ে ইউনুছ পড়ুন
1 min read[আব্দুল্লাহ আল মামুন]
আল্লাহর রাসূল হযরত ইউনুছ আঃ যখন উম্মতের প্রতি ক্ষুব্ধ হয়ে আল্লাহর নির্দেশ আসার পূর্বেই “নিনেভা” অঞ্চল থেকে উম্মতকে রেখে চলে যান। তখন কৃত অপরাধের কারনে পরিক্ষা স্বরুপ সমুদ্রে নিক্ষিপ্ত হন। আল্লাহর হুকুমে সমুদ্রের বিশাল মাছ তাকে গিলে ফেলে। ( যা বিস্তারিত সুরা আস সাফফাতের ১৩৯-১৪৭ নং আয়াতে বিস্তারিত রয়েছে)। ফলে তিনি এক মহা বিপর্যয় ও সংকটের মধ্যে ছিলেন ।
এই বিপর্যয় থেকে মুক্তির জন্য তিনি একটি দোয়া পড়ে ছিলেন, যার ফলে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দিলেন।
দুয়াটি হচ্ছেঃ “”লাইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাযযালিমীন””। (সূরা আম্বিয়াঃ ৮৭)।
অতঃপর আল্লাহ তায়ালা বলেন: আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে সংকট থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি।( আম্বিয়াঃ৮৮)।
হযরত সায়াদ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন নবী করীম সঃ এরশাদ করেন, হযরত ইউনুস আঃ মাছের পেটে দুয়া করেছিলেন, “লাইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাযযালিমীন” এই দোয়া দ্বারা যখনই কোন মুসলিম দোয়া করে, আল্লাহ অবশ্যই তা কবুল করে থাকেন। তিরমিযীঃ৩৪৭০)
রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮।
সুতরাং করোনা ভাইরাস নামক মহামারি এবং সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে বেশি করে দুয়ায়ে ইউনুছটি পড়া উচিৎ। আল্লাহ সবাইকে তাওদিক দান করুণ। আমিন।
লেখক: ফাজিল- জামেয়া আঙুরা।
ইফতা ও আদব- মা’হাদুশ শায়খ ইলিয়াস রহঃ যাত্রাবাড়ী ঢাকা।