করোনা! বড়লেখায় পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থার দোয়া অনুষ্ঠিত
1 min readশায়খুল ইসলাম :: গোটা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারিতে রুপধারণ করেছে, পৃথিবীর অর্ধেক মানুষ আজ গৃহবন্দি। চার দিকে শুধুই হাহাকার। পৃথিবীর এমন দুর্যোগ মুহুর্তে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামে ‘পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যান সংস্থা’র উদ্যোগে পশ্চিম দক্ষিণভাগ কেন্দ্রিয় জামে মসজিদে এলাকার আলেম এবং হাফিজে কোরআনদের মাধ্যমে কোরআনে কারিমের খতম করে বাদ এশা দোয়ার আয়োজন করা হয় আজ ২৮ মার্চ (শনিবার) রাত ৮টায়।
উক্ত দোয়া মাহফিলে প্রায় শতাধিক মুসল্লিয়ানে কেরামদের সাথে নিয়ে বাদ এশা দোয়া পরিচালনা করেন জামিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের সাবেক শায়খুল হাদীস আল্লামা খয়রুল ইসলাম (বড়লেখী)।
উক্ত অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিভিন্ন গজব থেকে প্ররিত্রান এবং এলাকার প্রবাসীদের জন্য দোয়া করা হয়।