রাজনগরে HOLY MEDIA 88 এর বিনামূল্য মাস্ক বিতরণ
1 min readমুস্তাক রুমেন :: করোনা ভাইরাস মোকাবেলায় রাজনগরের মুন্সিবাজারের HOLY MEDIA 88 ফেইসবুক পেইজের পক্ষ থেকে অসহায় গরিব মানুষদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
সার্বিক সহযোগিতা করেছেন শেখ সেলিম শেখ বাড়ি রাজনগর মৌলভীবাজার।
holy media 88 এর সভাপতি হাফিজ আজিজুর রহমানের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। উক্ত কর্মসূচিতে উপস্তিত ছিলেন পেইজের সাধারণ সম্পাদক হাফিজ মুস্তাকিম আহমেদ রাজু, অর্থ-সম্পাদক হাফিজ মারজান আহমেদ, প্রধান এডমিন মোজাব্বির খান এনাম, কাওছার খান, শায়েখ তালুকদার, কাদির তালুকদার, নাজাত খান,হাজিজুর রহমান হাফিজ, শেখ কাওছার,ফাহাদ হাসনাত মুন্না, সহ সকল দায়িত্বশীল বৃন্দ।