বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান দিলেন ইমতিয়াজ কামরান তালুকদার - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান দিলেন ইমতিয়াজ কামরান তালুকদার

1 min read

অতিথি প্রতিবেদক।।

সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান দিলেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।

সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার মানসিকতা আছে এমন কিছু করা প্রয়োজন।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁতে চায় তালুকদার ফাউন্ডেশন।এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সেবামূলক কার্যকম চালিয়ে যাচ্ছে তালুকদার ফাউন্ডেশন।উলেখ্য যোগ্য সেবার মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ, রক্তদান,গাছ রোপন,শিক্ষা উপকরণ,শীতবস্ত্র ইত্যাদি সহ অসংখ্য কার্যকম পরিচালনা করে আসছে তালুকদার ফাউন্ডেশন।

তালুকদার ফাউন্ডেশন এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়।সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে।দুটি পাতার একটি কুড়িঁ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেট।আধ্যাত্মিক নগরী সিলেট সম্প্রীতির নগরী হিসেবেও পরিচিত। ধর্ম, রাজনীতি, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই সৌহার্দপূর্ণ পরিবেশের অপূর্ব মিশেলে অনন্য উদাহরণ তৈরী করে চলেছে এই পূণ্যভূমি।

বিশেষ করে সিলেটের সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে মাড়িয়েছে সুদীর্ঘ পথ।করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশে।

অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এ এম এন জ্জামান চৌধুরী,বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক ও যুব সংগঠক এম এ ওয়াহিদ চৌধুরী,সিলেট জেলা যুবলীগ নেতা,নন্দন চন্দ্র পাল।এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ,শিল্পী এফ কে ফয়ছল, দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,বিশিষ্ট ব্যবসায়ী মো আবু মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.