বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া আর নেই, তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক প্রকাশ
1 min readমুসাব্বি মাশরাফি।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া আর নেই। শুক্রবার, মার্চ ২৭, ২০২০ রাত ৯টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সেখানেই তিনি ইন্তেকাল করেন। দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী রয়েছেন।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।