পটিয়ার বাকখাইনে জায়গা নিয়ে বিরোধ,প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত; থানায় অভিযোগ
1 min readপটিয়া প্রতিনিধি :: দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ- পটিয়া উপজেলার বাকখাইন ডাক্তার বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা চালিয়ে কামাল হোসেন (৪৫)ও তার স্ত্রী কুলছুমা বেগম (৩৫) কে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নে বাকখাইন ডাক্তার বাড়িতে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করে। পরে আহত মোঃ কামাল হোসেন বাদী হয়ে ঐ এলাকার বাদশা, মালেক, আলমগীর সহ ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় মোঃ কামাল হোসেন এর পিতা বৃদ্ধ আমির হোসেনের সাথে প্রতিপক্ষদের সাথে বাড়ির বসতভিটা দখল -বেদখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বিরোধী ঐ জায়গা আমির হোসেন গং এর শত বছর দখল থেকে বসবাস করে আসছে। এছাড়াও উক্ত বিরোধীয় জায়গা বিএস রেকর্ড রয়েছে আমির হোসেনের। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ের জোরে গত ২৬ মার্চ বাড়ির পাশে কামাল হোসেনের মুদির ও বিকাশ এজেন্টের দোকানে হটাৎ সন্রাসী কায়দায় হামলা চালায় এসময় কামালের চিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্ত্রী কুলছুমা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষ সন্রাসীরা হামলা করে তার পড়নের কাপড় ছিড়ে কুলছুমাকে শ্লীলতাহানি করে এবং দোকানের ক্যাশবাক্স থেকে ২ লাখ টাকা চিনিয়ে নেয় বলে থানার
দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। বর্তমানে কামাল হোসেনের পরিবার প্রতিপক্ষদের হত্যার হুমকি ধামকিতে কামাল হোসেন এর পরিবার ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে কুলছুমা জানান। কুলছুমা বেগম বলেন এটি একটি সিন্ডিকেট জায়গা দখল ইয়াবা ব্যাবসা সহ এসমস্ত লোকের কাজ বিষয়টি পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসিকে জানানো হয়েছে।বিষয়টি তদন্ত করলে প্রতিপক্ষরা কি কাজ করে তা বেরিয়ে আসবে। সে তার স্বামী সহ তার উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পটিয়া থানার এস আই রিদয়ন অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।