নবীগঞ্জে এক লন্ডন প্রবাসী কোয়ারেন্টাইনে না থেকে বাজারে ঘুরছেন - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

নবীগঞ্জে এক লন্ডন প্রবাসী কোয়ারেন্টাইনে না থেকে বাজারে ঘুরছেন

1 min read

হবিগঞ্জ প্রতিনিধি।।

নবীগঞ্জ শহরের জুয়েল ম্যানশনের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী শাহিন চৌধুরী(৪৮) বৃহস্পতিবার বিকেলে লন্ডন থেকে ঢাকা এয়ারপোর্টে পৌছেন এরপরে বিকেলে নবীগঞ্জ শহরে এসে পৌঁছেন৷
রাত অনুমান ৮ টার দিকে তিনি নিজ বাসায় না থেকে নবীগঞ্জ বাজারে ঘুরতে বের হন।

অথচ, সরকার প্রবাসীদের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নিষেধাজ্ঞা দিয়েছে অথচ তিনি মানছেন না এই আইন ।

তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে অবাধ চলাফেরা করায় জনমনে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান,দেশের কঠিন এই দুঃসময়ে তিনি দেশে না আসলে কি হতোনা?। তিনি যখন এসেই গেছেন তাহলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকলে উনার সমস্যা কোথায়? ।

এদিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন , বিষয়টি আমার নজরে এসেছে আমরা প্রশাসনিক ভাবে আইনি এ্যাকশনে যেতে বাধ্য হব বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.