গৃহবন্দী হয়ে আছি সবাই
1 min read[চৌধুরী ক্বায়নাত]
এটা খুব বিরক্তিকর একটি পরিবেশ। আমরা যারা কর্মব্যস্ততায় বাহির মুখি ছিলাম তাদের জন্য।
এমন একটি পরিস্থিতি আমরা চেয়েও কিছু করতে পারছিনা, ঘরেই থাকতে হবে আমাদেরকে।
আমরা যারা সুস্থ আছি আসেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি।
★এটাই উপযুক্ত সময় নিজেকে মুসলমান থেকে মুমিন হওয়ার, আর আল্লাহর কাছে সকল পাপ কাজের জন্য ক্ষমা চাওয়ার।
★ বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়তে পারি, নিজের জন্য এবং গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইতে পারি।
★ কর্মব্যস্ত মা বাবার জন্য এই সময়টি খুব উপকারী। যারা কাজের জন্য সন্তানকে সময় দিতে পারেন না। তারা সন্তানের সাথে একটা মধুর সম্পর্ক তৈরি করতে পারেন। এমন সুযোগ কিন্তু বারবার আসে না।
★ স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলেন।
আজকাল সম্পর্কগুলো খুব দুর্বল হয়ে গেছে। একটু মজবুত করতে হলে সময়ের প্রয়োজন, আর এটা উপযুক্ত সময়। ভালোবাসার মানুষকে বুঝার। তার সব অভিযোগ শুনে তাকে খুশি করার। সুন্নাত গুলো অনুসরণ করতে পারেন।
★মায়ের সাথে এখন আর আগের মতো সময় কাটাতে পারিনা,। বিভিন্ন কাজের, লেখা পড়ার, বন্ধুদের সাথে সময় কাটানো এসব করতে গিয়ে মাকে যেন পিছনে ফেলে এসেছি, এখনি সময় মাকে সামনে এগিয়ে আনার। মাকে একটু ভালোবাসা তো দিতেই পারি। যদিও মায়ের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা কিছুই না।
★বাবার সাথে ও সম্পর্ক গভীর করতে পারি, কারণ আমাদের বেড়ে ওঠার সাথে সাথে বাবার সাথে সম্পর্কের দুরত্ব ও বেড়ে যায়। বাবার সাথে বন্ধুত্ব করতেই তো পারি। একটুকরো হাসি যদি এনে দিতে পারি ঐ মলিন মুখে। নয়তো কোন সুখ স্মৃতি।
★ স্কুল, কলেজ, অফিস, সব কিছু স্থগিত। গোটা পৃথিবীতে আতংক। আমরা চাইলে ও কিছু করতে পারিনা। আমাদের শ্বাস আর মস্তিষ্ক তো আর স্থগিত নয় আলহামদুলিল্লাহ আমরা সক্রিয় আছি।
আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে পারি।
কোরআনের অর্থ, হাদীস , সাহাবিদের জীবনী পড়তে পারি, ইসলামকে জানতে পারি, বুঝতে পারবো ইসলাম কি কেন শ্রেষ্ট।
★ জীবন চলার পথে অনেকের সাথে চলাফেরা করছি,,, হয়তো কারো সাথে ভালো আছি আবার কারো কাছে খারাপ হয়ে আছি,,, এই করোনা ভাইরাসে অনেক প্রাণ নিয়ে ক্ষান্ত হবে,,, জানিনা কার প্রাণ কিভাবে যায়,,, এখনি সময় ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া,,
ক্ষমা একটি মহৎ গুণ। আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। হয়তো সময় নাও পেতে পারি,, জানিনা আল্লাহ কপালে কি রেখেছেন আল্লাহ তায়ালা। তাই সকলের কাছে ক্ষমাপ্রার্থী,
এবং সকলের কাছে দোয়াপ্রার্থী, সবাই দোয়া করবেন,
আমি যদি কারো সাথে কোন খারাপ আচরণ করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,
এবং আল্লাহ যেন সবাইকে করোনা থেকে মুক্ত রাখেন। হে খোদা সবাইকে হেদায়েত দান করুন, ক্ষমা করুন।
সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।
উত্তম ইবাদত- গোপনে ইবাদত করা, গোপনে দান করা, গোপনে জিকির করা, মজলুমকে সাহায্য করা।
আল্লাহর কাছে অতি প্রিয় ও গ্রহণ যোগ্য।