করোনা! হিলফুল ফুযুল ইসঃ যুবকল্যাণ পরিষদের কুরান খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত
1 min readশায়খুল ইসলাম :: গোটা বিশ্বে করোনা মহামারি রুপধারণ করছে, অসংখ্য মানুষ মৃত্যু বরণ করছেন এবং অসংখ্য মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়েছেন।
উক্ত মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্য ২৭ মার্চ (শুক্রবার) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামে “হিলফুল ফুযুল ইসলামী যুবকল্যাণ পরিষদ” এর উদ্যোগে উলামায়ে কেরামদের মাধ্যমে পূর্ব দক্ষিণভাগ জামে মসজিদে কুরআনে কারিমের খতম পড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে শতাধিক মুসল্লিদের সাথে নিয়ে মোনাজাত পরিচালনা করেন পূর্ব দক্ষিণভাগ জামে মসজিদের ইমাম,দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদীস মাদ্রাসা (টিলাবাজার) এর সুনামধন্য মুহাদ্দীস মাওলানা আলিম উদ্দিন। দোয়া মাহফিলে গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালা যেনো করোনা ভাইরাসকে পৃথিবী থেকে উটিয়ে নেন সেই দোয়া করা হয়।