করোনা প্রতিরোধে সিলেটে জীবানু নাশক স্প্রে ছিটাচ্ছেন ছাত্রদল নেতা মুনিম
1 min readকরোনাভাইরাস প্রতিরোধে সিলেট শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক কীটনাশক ছিটিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।
আজ শুক্রবার তিনি সিলেট নগরীর শাপলাবাগ,বোরহাবাগ,হাতিমবাগ, সবুজবাগ, লামাপাড়া সহ কয়েকটি এলাকায় জীবানু নাশক কীটনাশক ছিটিয়েছেন।
মুনিম গত,বৃহস্পতিবার সিলেট নগরীর রাজপাড়া, রাজাপড়া জামে মসজিদ, তামাবিল রোড, এম সি কলেজ, শাপলা বাগ, কলানপুর, কালাশিল জীবানুনাশক স্প্রে ছিটিয়েছ ছিলেন।
মুনিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জনগণের সুখে দুঃখেয় মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে ও ভবিষ্যতে ও থাকবে। করোনা ভাইরাস থেকে শহর মুক্ত রাখতে তিনি এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধে সংগ্রাম চালিয়ে গেলে করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে এদেশকে রক্ষা করা সম্ভব।