করোনা! দলইরগাঁও স্টুডেন্ট ফোরামের বৈচিত্রময় উদ্যোগ
1 min readজাহিদ হাসান ইমাদ।।
আলহামদুলিল্লাহ।
করোনা ভাইরাস সংক্রমণে সন্দিহান বা আতঙ্কিত না হয়ে আল্লাহ তায়ালা সন্নিকটে সর্ব আবস্থায় প্রার্থনা করাই সর্ব উত্তম চিকিৎসাবিদ্যা ও মেডিসিন। তাই করোনা ভাইরাস প্রতিরোধে আজ দলইর গাঁও কোনা-পাড়া (স্টুডেন্ট ফোরাম) অর্থাৎ ছাত্র সমাজের পক্ষ থেকে নিজ মহল্লায় জনসচেতনতার লক্ষ্যে এবং ইসলামি দৃষ্টিপাতে ও অবলোকনে কিছু সচেতনতা মূলক সর্তক বার্তা এবং আমল ও দোয়া (ছাপানো কপি) এবং পরিষ্কার- পরিচ্ছন্ন থাকার আলোকে প্রত্যেক ঘরে-ঘরে একটি সাবান বিতরণ করা হয়েছে।
উক্ত ভাইরাস প্রতিরোধ যাত্রা সভায় করোনা ভাইরাস সংক্রমণে প্রতিরোধ মূলক আলোচনা পেশ করেন শ্রদ্ধাভাজন ডাক্তার জুনেদ আহমদ ভাই এবং মোহাচ্ছন্ন বড় ভাই জহুর আহমেদ ও শিক্ষক সমতুল্য মাও. নাছির আহমদ ভাই, ইসমাইল ভাই, রুহুল ভাই, মুজিব ভাই, এবং আমি নিজে এছাড়া সহপাঠি মাহফুজ, মারুফ, এহছান,ফয়েজসহ আর অনেকই করোনা ভাইরাস প্রতিরোধে সম্পর্কে আলোচনা করেন।
পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি হে মাবুদ তুমি আমাদের জনসেবা কবুল কর এবং করোনা নামক গজব থেকে আমাদেরসহ সকল মুসলমান জাতিকে রক্ষা কর এবং বিধর্মীদের হেদায়ত দান করুন। (আমিন)
বিঃদ্রঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারাগেলে আমরা দলইর গাঁও কোনা-পাড়া ছাত্র সমাজ সেই ব্যক্তির দাফন-কাফন এবং জানাযার দায়িত্ব সদরে গ্রহণ করব। ( ইনশাআল্লাহ)