করোনাভাইরাস! পটিয়ায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার লিফলেট বিতরণ
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকে :: চট্টগ্রামে পটিয়ায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি কর্পোরাল (অবঃ) মোঃ নাজিমুল হক চৌধুরী ২৬শে মার্চ মরণব্যাধি করোনাভাইরাস সচেতনতার লক্ষে জনগণের মাঝে লিফলেট প্রচার পএ বিতরণ করেন থানার মোড় কার্য়লয় থেকে পৌর সদরের বিভিন্ন স্থানে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা পটিয়া/ চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সহ আরোও অনেকে । নাজিমুল হক চৌধুরী সংক্রামক রোগ বিশেষজ্ঞরা উদাহরণ তুলে
বলছেন, জুতার তলায় করোনাভাইরাস পাঁচদিনের বেশি বেঁচে থাকতে সক্ষম। বাড়ির বাইরে, বিশেষ করে সুপারমার্কেট, বিমানবন্দর ও গণপরিবহণে যাতায়াত করার পর জুতা বাড়ির ভেতরে নিলেই ঝুঁকি বাড়ে জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় করোনাভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা আপনার ঘরে হাজির হতে পারে।
জুতার তলা সচরাচর টেকসই হয়। রাবার কিংবা অন্য সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি হয় তলা। প্লাস্টিকের তৈরি হলেও উচ্চমাত্রার ব্যাকটেরিয়া বহন করে। চামড়ার জুতাগুলোেকেউ ধুয়ে দেয় না বলে জীবাণু তাতে লেগেই থেকে যায় এর থেকে আমাদের সচেতন হতে হবে বাঁচতে হলে জানতে হবে সরকারে নিয়ম মেনে চললে করোনাভাইরাস আক্রমণ করতে পারবে না তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার সাথে করোনাভাইরাস মোকাবেলা করি সরকারি আদেশ মেনে চলার আহবান জানাচ্ছি।