উখিয়া ছাত্রলীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর নিজ উদ্যোগে করোনা মানবিক সহায়তা
1 min readশাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার প্রতিনিধি।।
শহর থেকে গ্রাম, করোনা সংক্রমন থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে
করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া উপজেলার হাতিমোরা বাজারে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন জয় এর নিজ উদ্যোগে,
গ্রাম বাসিরা যাতে যাওয়া আসার পথে হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পারে তার জন্য পানির ট্যাংক বসিয়ে দিয়েছে।
৮ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরা বলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের জনপ্রিয় সফল সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদের নির্দেশে উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন জয়ের নেতৃত্বে আমরা ঐক্য বদ্ধ নেতা কর্মীদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করে ।
এসময় উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা বাজারের বিভিন্ন স্থানে তার সহকর্মীদের নিয়ে দিন মজুর, রিকশা, ভ্যানচালকসহ সাধারণ জনগনের নিকট করোনা মহামারী সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে জানান, করেনার প্রভাবে আমাদের পর্যটন নগরী কক্সবাজারেও ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যে ১জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে। তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন আমরা সবাই সচেতন হয় আর বাইরে ঘুরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করি।