অসুস্থ মাওলানা শফিকুর রহমানকে দেখতে আল-এহসান পরিবার
1 min readআবু তালহা তোফায়েল :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া তুড়গ্রামের মাওলানা শফিকুর রহমান বেশ কয়েকদিন থেকে গুরুতর অসুস্থ।
মসজিদে নামায আদায়ের জন্য যাওয়াটাও এখন তার সাধ্যের বাহিরে, এমনকি শুক্রবারে জুমআর নামাজ আদায়ের জন্যও বাড়ি থেকে মসজিদে যেতে পারেননি।
বর্তমানে বয়সের দিক থেকে গ্রামের সবচেয়ে বড় তিনি। তিনি একজন আলেম ও খোদা ভীরু ব্যক্তি।
তাকে দেখতে ২৭ মার্চ (শুক্রবার) বাদ জুমাআ গ্রামের সামাজিক সংগঠন “আল-এহসান ইসলামী ঐক্য পরিষদ পাঁচপাড়া (তুড়গ্রাম)” এর সকল সদস্যদের নিয়ে সভাপতি আলহাজ্ব মাওলানা হাসমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ মাওলানা শফিকুর রহমানের বাড়িতে যান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা জমির উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবু বকর কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।