বিডি ব্লাডের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
মানবতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ব্লাড ডোনার ইনফরমেশন অব বাংলাদেশ ” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২২ শে মার্চ ২০২০ ইং বর্ণাঢ্য আয়োজনে পালিত করার পরিকল্পনা থাকলেও চলমান করোনা ভাইরাস সচেতনতার দিকে লক্ষ করে কোন আয়োজন না করে “করোনা ভাইরাস, আতঙ্কিত না হয়ে সচেতন হোন” শীর্ষক লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।
আজ বিকাল ৪ ঘটিকার সময় ছাতক উপজেলাধীন স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ সর্বসাধারণের মধ্যে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
২০১৮ সালের ২২ শে মার্চ স্বেচ্ছায় রক্তদান, সামাজিক সচেতনতা ও উন্নয়নের লক্ষে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সে থেকে রক্তদানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে আসছে সংগঠনটি।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিডি ব্লাড পরিবারের সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আল আমিন, প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান, কার্যকরি সদস্য কিবরিয়া আহমদ, আবুল হাসান, আলী নুর সহ সংগঠনের সদস্যবৃন্দ।