পটিয়ায় পৌর জাতীয়পার্টির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
1 min readসেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধিঃ– চট্টগ্রামের পটিয়া পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে পটিয়া দলীয় কার্য়লয়ে এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে পৌর জাপার যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জনতার চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী সভাপতিত্বে ও সাবেক ছাএনেতা ও পটিয়া পৌরসভা জাতীয় পার্টি সদস্য সচিব মোস্তাক আহমদ সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। আলোচনা
সভায় বক্তব্য পটিয়া পৌরসভা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাহবুবুল আলম বাঁশি, বিকাশ মিএ, জসিম উদ্দিন বাবর, রঞ্জন ধর,
সৈয়দুল আরেফিন প্রান্ত, পলাশ দে, মো. দিদারুল আলম, নুরুল ইসলাম সদস্য নুরুচ্ছফা সরকার, শ্রমিক নেতা আজাদ
ছাএনেতা রবিউল হাসান, প্রমুখ। সভায় বক্তার বলেন অনেক কষ্টে অর্জিত রক্তের বিনিময়ে এ স্বাধীনতার স্বাদ ভোগ করছি সে বীর শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বক্তারা বলেন জাতীয় পার্টি একটি সুসংগঠিত গনতান্ত্রিক রাজনৈতিক দল শান্তি উন্নয়নে বিশ্বাসী, আসুন সবাই মিলে জাতীয় পার্টিকে শক্তিশালি করে দেশের উন্নয়ন শান্তি শৃঙ্খলা পিরিয়ে আনতে জাপার পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিধ বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালি ও ইয়াবা মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে।