নবীগঞ্জ হাসপাতালে করোনা আতংকে রোগী শূন্য
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জ করোনা আতঙ্কে উপজেলা হাসপাতালে রোগী শুন্য, সিট গুলা রয়ে আছে ফাঁকা। নবীগঞ্জ হাসপাতালে যেখানে রোগীদের ভীড় লেগে থাকত সেখানে ২/১ জন রোগী বাদে ৫০ শয্যার হাসপাতাল টি নীরব নিস্তব্ধ হয়ে গেছে।গত কয়েক দিনে যারা ভর্তি ছিলেন তারা সিট কেটে বাড়িতে চলে গেছেন।নতুন করে যারা আসছেন তারা বেশীর ভাগেই ভর্তি না হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকালে হাসপাতালে গিয়ে দেখা যায় পুরুষ ও মহিলা ওয়ার্ডে জনশূন্য সিট ফাঁকা অবস্থায় পড়ে আছে।করোনা ভাইরাস(কোভিড ১৯) আতঙ্কে সরকার যে সচেতনতা ভিত্তি করেছে তারেই লক্ষ্যে অনেকেই বাড়ীতেই চিকিৎসা সেবা নিচ্ছেন। সর্দি কাশি জ্বরে আক্রান্ত হাসপাতালে যেন না আসে সে জন্য রিপ্লেট দেয়ালে লাগানো হয়েছে।রোগী শূন্য হাসপাতালে নার্সরা যথাযথ ডেউটি করে যাচ্ছেন। বর্হি বিভাগে গিয়ে জানাযায় সর্দি জ্বর বা প্রাথমিক বিভিন্ন কোন সমস্যা নিয়ে আসলে ভর্তি না হয়ে প্রয়োজনীয় ঔষধ নিয়ে চলে যাচ্ছে রোগীরা।