গৌরবের স্বাধীনতা দিবস
1 min read
[ফরিদ আহমদ ফেরদাউস]
মার্চ মাস আমাদের গৌরবের মাস।হাজার বাধার প্রাচীর মাড়িয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ সোনার বাংলাদেশে স্বাধীনতার রক্তিম সূর্যোদয় হয়।বহু খুন,ত্যাগ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি মোরা সবুজ শস্যশ্যামল স্বাধীন এই সোনার বাংলাদেশ। এ মার্চ মাসেই অনেক মাতাপিতা তাদের কলিজার টুকরো সন্তাদেরকে তাদের কোল থেকে হারিয়েছেন।দেশের স্বাধীনতার জন্য তারা নিজের তাজা প্রাণকে বিলিয়ে দিয়েছেন।
আমাদের দেশ একটি প্রাচীন জনপদ।তবে পূর্বে এদেশ স্বাধীন ছিলনা।এখানকার মানুষ তাদের অধিকার আদায় করার লক্ষ্যে বারবার যুদ্ধে নেমেছে।পাকিস্তানের অংশ হিসেবে এদেশকে পূর্ব পাকিস্তান বলে সম্বোধন করা হতো।সুজলা সুফলা আমাদের এই প্রাণের মাতৃভূমির প্রতি সর্বদাই ছিল তাদের লোভাতুর দৃষ্টি।পরাধীনতার গোলামির জিঞ্জির থেকে মুক্ত স্বাধীন দেশ যাদের যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি মোরা,জানাই তাদের হাজার সালাম।
গৌরবের এই স্বাধীনতা একজন বা অল্পদিনের নয়।বহুদিন ও লক্ষলক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা একটি মুক্ত স্বাধীন লাল সবুজের পতাকা।তাই স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের পরকালীন কল্যাণের জন্য প্রাণভরে দোয়া করছি।
লেখক: সীমান্তের আহ্বানের বিশ্বনাথ প্রতিনিধি