গোয়াইনঘাটে মাদরাসার মুহতামিম ও মসজিদের ইমামদের নিয়ে করোনা সচেতনতায় মতবিনিময়
1 min readআবু তালহা তোফায়েল :: গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার সকল মাদরাসার মুহতামিম, শিক্ষক ও মসজিদের ইমামদের নিয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয় ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় দারুস সালাম লাফনাউট মাদরাসা মিলনায়তনে।
ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি করোনাভাইরাস সচেতনতায় আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার মাদরাসার মুহতামিম, শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ।