গোয়াইনঘাটে মাদরাসার মুহতামিম ও মসজিদের ইমামদের নিয়ে করোনা সচেতনতায় মতবিনিময় - Shimanterahban24
June 7, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

গোয়াইনঘাটে মাদরাসার মুহতামিম ও মসজিদের ইমামদের নিয়ে করোনা সচেতনতায় মতবিনিময়

1 min read

আবু তালহা তোফায়েল :: গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার সকল মাদরাসার মুহতামিম, শিক্ষক ও মসজিদের ইমামদের নিয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয় ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় দারুস সালাম লাফনাউট মাদরাসা মিলনায়তনে।

ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি করোনাভাইরাস সচেতনতায় আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার মাদরাসার মুহতামিম, শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.