কেন্দ্রীয় পরীক্ষার্থী সমীপে
1 min read[সাইদুজ্জামান আল হায়দার]
মানব জীবনের সর্বক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার গুরুত্ব অপরিসীম। সর্বজনীন, মডেল ও ঈর্ষণীয় জীবনের সোপান হচ্ছে পরীক্ষা।শিক্ষাবর্ষের কাংখিত স্বপ্নথাকে পরীক্ষা। আর তা-ই হয় পরীক্ষার্থী,প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট এলাকা-ব্যাক্তিবর্গের জন্য ইতিহাস।যা শতাব্দীর পর শতাব্দী স্বর্ণাক্ষরে লিখা থাকে।কিন্তু কওমি অঙ্গনে চলিত শিক্ষাবর্ষে যারা কেন্দ্রীয় পরীক্ষার্থী তারা একি সাথে ডবল পরীক্ষার্থী একটি বোর্ডের অপরটি আল্লাহ তায়ালার।তাই অত্যান্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।হাইয়াতুল উলইয়া!বেফাক!সহ অন্য কওমি বোর্ড পরীক্ষার্থী ভাইদের ভেঙে পড়ার কারণ নেই৷ মনোবল,সুযোগ ও হিম্মতকে কাজে লাগানোর সময় এখনই।
ঘোষণা শুনেই প্রস্তুতি নেয়া বন্ধ না করি৷ পরিস্থিতি অনুকূলে আসলে হয়তো সীমিত সময়ে পরীক্ষা হয়ে যেতে পারে৷ প্রস্তুতির অধিক চাপ না নিয়ে স্বাভাবিকভাবে যে প্রস্তুতি নেই তা নিতে পারি৷ যাতে করে পরবর্তিতে পরীক্ষা হলে তা যেন হতাশার কারণ না হয়৷
তাই এ দীর্ঘ সময়কে অবহেলা না করে কাজে লাগানোর ফিকর করাই হবে একজন তালিবে ইলম-পরীক্ষার্থীর প্রধান দায়িত্ব৷