করোনার নজর যেন নাহি পড়ে
1 min read[তোফায়েল আহমদ সোবহানী]
থাকবো এবার বদ্ধঘরে দেখবো না আর কিছু
মরণঘাতি করোনাটা আজ নিয়েছে পিছু।
আইসোলেশন মানতে গিয়ে দিব্যি আছি ঘরে
প্রয়োজনে বাইরে গেলে যাচ্ছি মুখোশ পরে।
এইটা দেখে অনেক লোকে আমায় নিয়ে হাসে
নিরর্থক এই বিদ্রূপতায় আমার কী যায় আসে।
ওরা বলে আল্লাহ আছেন, পেয়ে যাবোই পার
বুঝে না তো- সতর্কতার ওসিলা দরকার।
আর অনেকে জানেই না করোনাটা কী
খায় নাকি মাথায় দেয়, সর নাকি ঘি।
জ্ঞানী যারা, ভেবে শুনে আমাদেরে কন
সর্বোপরি থাকতে হবে বিপুল সচেতন।
বিশ্ববাসীর প্রতি প্রভুর রহম দয়া হলে
করোনাটা বিশ্ব থেকে যাবেই যাবে চলে।
লেখক: সীমান্তের আহ্বানের প্রতিনিধি