করোনাভাইরাস প্রতিরোধে ঘুমধুম বাসী’র প্রতি সর্তকতামুলক বার্তা চেয়ারম্যান জাহাঙ্গীরের
1 min readনুর মোহাম্মদ সিকদার।।
পার্বত্য বান্দরবান জেলার সর্ব দক্ষিনে মায়ান মার সীমান্ত ঘেষা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন। ইউনিয়ন বাসীর প্রতি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের সর্তকতামুলক বার্তা ও ঘুমধুমে মাকিং করা হচ্ছে। বর্তমানে সারাবিশ্বে মহামারি আকারে ধারণ করা রোগ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে সচেতন থাকার জন্য আহবান জানান।
সর্তকতামুলক বার্তায়-চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন,
সম্মানিত ঘুমধুম ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ,আসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারকাতুহুঃ-
সু-প্রিয় ইউনিয়ন বাসী বিশ্বে বর্তমানে নোবেল করোনা ভাইরাস(কোভিড-১৯)এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে সচেতন হতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।এই রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ আমাদের জন্য অনেক জরুরী।তাই আমার আপনার সকলের পার্শ্ববর্তী যে কোন প্রবাসী দেশে গ্রামের বাড়ীতে আসলে তাকে অবগত করবেন,সরকার নির্দেশ দিয়েছেন যে কোন প্রবাসী স্ব-দেশে পদার্পন করার পর থেকে ১৪ দিন তার নিজ বাড়ীতে একটি কক্ষে (অন্যজনের সংস্পর্শ না হয়ে)একা একা থাকতে হবে।এটা চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শে সরকার আদেশ প্রদান করেছেন।তা আমরা সকলের মানতে হবে।অন্যথায় এই ভয়াবহ নোবেল করোনা ভাইরাস আমাদেরকেও আঘাত করতে পারে।তাই আমাদের সচেতন হতে হবে।চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শে সরকারী এই আদেশ পালন করতে হবে।নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ দিন।সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন।অপরকেও পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিন।সকলেই যে যেই ধর্মের অনুসারী সে সেই ধর্মের বিধি বিধান মেনে চলুন।
আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন গায়েবী রোগ থেকে আমরা সকলকে রক্ষা করুন।সর্বশেষ সকলের প্রতি অনুরোধ রইল বিদেশ থেকে কোন প্রবাসী এলাকায় আসলে সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন।সে সাথে জনসচেতনতা বৃদ্ধি করুন।এবং বিনা কারনে যত্রতত্র চলাফেরা না করে স্ব-স্ব বাড়ীতে অবস্থান করুন।
অনুরোধক্রমে
একেএম জাহাঙ্গীর আজিজ
চেয়ারম্যান ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ
নাইক্ষ্যংছড়ি,পার্বত্য বান্দরবান।