করীমিয়া বেসঃ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৮ এপ্রিল থেকে
1 min readআবু তালহা তোফায়েল :: করীমিয়া বেসরকারী মাদরাসা শিক্ষা বোর্ডের পরিক্ষা আগামী ১০ সাবান থেকে শুরু হয়ে ১৩ সাবান পর্যন্ত হবার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের মারাত্মক প্রভাবের কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড কর্তৃপক্ষ ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় দারুস সালাম লাফনাউট মাদরাসা মিলনায়তনে এক জরুরী সভা ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তার সভাপতিত্বে এবং বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ বোর্ডের অন্তর্ভুক্ত সকল মাদরাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২৪ শাবান ১৮ এপ্রিল (শনিবার) ঘোষণা করা হয়।
সীমান্তের আহ্বানকে এই তথ্যটি (নোটিশ দিয়ে) নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।
তিনি নোটিশে উল্লেখ করেন-
এত দ্বারা করীমিয়া বেসরকারী মাদরাসা শিক্ষা বোর্ড গোয়াইনঘাট, সিলেটের সকল মাদরাসা কতৃপক্ষ এবং ছাত্র ছাত্রীর অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, করীমিয়া শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা আগামী ১০ সাবান থেকে শুরু হয়ে ১৩ সাবান পর্যন্ত হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের মারাত্মক প্রভাবের কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা উক্ত তারিখে স্থগিত করেন। পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২৪ সাবান ১৮ এপ্রিল শনিবার ঘোষণা করা হয়।